Header top Ads

শিশু কিশোর বিকাশ


শিশু কিশোর বিকাশ
করণীয় (DO’s)
১। আপনার সন্তানকে যথেষ্ট পরিমানে গুনগত (Quality time) সময় দিন।
২। শিশুদের অনুসন্ধিৎসু মন। তাদের প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনুন এং জবাব দিন।
৩। আপনার সন্তানের কাছ থেকে শুনুন, তার অনেক ধারণা ও কল্পনা শক্তি দেখে আপনি অভিভূত হবেন।
৪। আপনার সন্তান কাদের সাথে মিশছে তা খেয়াল রাখুন।
৫। ছেলেমেয়েকে নৈতিক শিক্ষা দিন এবং নীতিবান মানুষ হিসেবে গড়ে তুলুন। প্রতিদিন তাকে অন্ততঃ
    একটা দুটো নীতিকথা/নীতিবাক্য শুনান।
৬। বাবা মা হিসাবে সন্তানের সামনে নিজেকে আদর্শ (Role Model) হিসাবে উপস্থাপন করুন।
     আপনি বাবা মা হিসাবে যা করেন সন্তান তাই শিখবে ও করবে।
৭। আপনার সন্তানের ব্যবহার বা আচরণগত দ্রুত  কোন পরিবর্তন  (যেমন হঠাৎ করে অতি ধার্মিক,
     অথবা সকল  কাজে নির্লিপ্তভাব) দেখলে তাকে ডেকে সরাসরি কথা বলুন।
৮। মাঝে মাঝে তার বুক শেল্ফ, ড্রয়ার খেয়াল করুন; অস্বাভাবিক কোন জিনিস  (যেমন লাইটার,
     সিগারেট, এলুমিনিয়াম ফয়েল, ট্যাবলেট, উগ্রবাদী পুস্তিকা ইত্যাদি ) আছে কিনা।
৯। ছেলে মেয়েকে খ্যাতিমান ব্যক্তিদের জীবন কাহিনী শুনান। তাকে বেছে নিতে দিন সে কার মত হতে চায়।
     কোন জিনিস/লক্ষ্য চাপিয়ে দিবেন না।
১০। আপনার সন্তানকে সময়ের কাজ সঠিক সময়ে করতে এবং দেশপ্রেম (Patriotism) উদ্বুদ্ধ করুন।
১১। আপনার সন্তানকে খেলাধুলা করতে উৎসাহিত করুন; তাকে শারীরিক পরিশ্রম করতে উদ্বুদ্ধ করুন এবং
      তার সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন।
১২। আপনার সন্তানকে সুস্থ প্রতিযোগিতার মনোভাব নিয়ে বেড়ে উঠতে দিন।
১৩। সন্তানকে সুশৃঙ্খল (Organized)  এবং আত্মপ্রত্যয়ী (Confident) করে গড়ে তুলুন;
     তাকে নিজের কাজ নিজ হাতে করতে শেখান।
১৪। আপনার সন্তানকে সৎ ও বিনয়ী হতে শেখান; তাকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিন।
১৫। আপনার সন্তানকে পরাজয় মেনে নিতে শেখান; তার সাফল্যে প্রশংসা করুন। কখনো ভুল করলে তা
      স্বীকার করতে শেখান। তার কাজের প্রতি সৎ এবং নিরপেক্ষ থাকতে শিক্ষা দিন।
১৬। আপনার সন্তানের সংগে আপনার সম্পর্ক হবে সুগভীর (Firm), সুন্দর (Fair) এবং
      বন্ধুসুলভ (Friendly).
১৭। আপনার ছেলেমেয়েকে তাদের স্কুলের সম্পদ দেখেশুনে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করা এবং
      এগুলো নোংরা না করার ব্যাপারে শিক্ষা দিন।
১৮। সন্তানকে সরকারী সম্পদের সঠিক ব্যবহার শিখতে হবে। লাইট, ফ্যান এবং পানির ট্যাপ ব্যবহার না
      হলে বন্ধ রাখতে শিক্ষা দিন।
১৯। আপনার সন্তানকে বাবা মা, শিক্ষক এবং বড়দের সম্মান করতে শিক্ষা দিন।


It is nice to be Important.
But it is more Important to be Nice.
(Philosophy of Life of GOC, 55 Inf DiV).

    শান্তিকালীন সময়ে সত্যিকারের দেশপ্রেম হলো
সঠিক সময়ে নিজের কাজটুকু যথাযথভাবে করা।
                                             -প্লেটো

No comments

Powered by Blogger.