Header top Ads

শিশু কিশোর বিকাশ



শিশু কিশোর বিকাশ

অন্যের ভুল ধরা সোজা কিন্তু নিজের
ভুলগুলো চিহ্নিত করা অত্যন্ত কঠিন।

বর্জনীয় (DON’Ts)
১। সন্তানের সামনে কখনো ঝগড়া কলহে লিপ্ত হবেন না।
২। আপনার ছেলে/মেয়েকে ঘরে কখনো দীর্ঘ সময় দরজা বন্ধ করে একা থাকতে
    দিবেন না।
৩। অন্যের সমালোচনা করবেন না, সন্তানকে আত্মসমালোচনা
    (Self Assessment and Self Criticism)করতে শেখান।
৪। সন্তানের কোন উদ্যম বা উদ্যোগকে নেতিবাচক হিসাবে দেখবেন না; মানানসই
     বা উপযোগী না হলে তাকে বুঝিয়া বলুন।
৫। আপনার গৃহকর্মীর সাথে কখনো অশোভন আচরণ বা তাকে শারীরিক নির্যাতন
    করবেন না। আপনার এই আচরণ দেখে আপনার সন্তান তা শিখবে অথবা
    আপনার প্রতি তার ঘৃণাবোধ জন্ম নিবে।
৬। আপনার সন্তানকে সমালোচনা করে এবং অন্যদের সাথে তুলনা করে ছোট
     করবেন না এবং অন্যের সন্তানের মত হতে বলবেন না।
৭। সন্তানকে কখনো ‘তোমাকে দিয়ে কিচ্ছু হবে না’ এমন কথা বলবেন না;
    এতে সে হীনমন্যতায় ভুগবে।
৮। আপনার সন্তানের নেতিবাচক দিকগুলো গোপন না করে গঠনমূলক ভঙ্গিতে বলুন।
৯। শিশুকে এমন কোন আদেশ দিবেন না যা তার পক্ষে পালন করা সম্ভবপর নয়।
১০। আপনার শিশুর হোমওয়ার্ক (Homework)  করে দিবেন না।
১১। আপনার সন্তানকে পড়ালেখার জন্য অতিরিক্ত চাপ দিবেন না;
      তাকে বিকশিত হতে দিন।
১২। আপনার শিশুকে ‘এটা করো’ ‘ওটা করো না’ বলে সব সময় নিয়মের জালে
      শৃংখলিত করবেন না। এতে করে বাচ্চারা উদ্যম হারিয়ে ফেলে; কাজের প্রতি
      তীব্র অনিহা বোধ করে এবং একগুঁয়ে স্বভাবের হয়।

তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালবাসতে না
পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কীভাবে ভালবাসবে।
                                                                      -মাদার তেরেসা

No comments

Powered by Blogger.