Header top Ads

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২ তম শাহাদৎ বার্ষিকী তে শ্রদ্ধাঞ্জলী




কাঁদো বাঙ্গালী কাঁদো

 রক্তে ভেজা সিক্ত মাটি বিবর্ন এই ঘাস
বুকের ভিতর লুকিয়ে  আছে বঙ্গবন্ধুর লাশ

যতকাল রবে পদ্মা-মেঘনা-গৌরী-যমুনা বহমান,
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।


মুজিব নামের সাথে মিশেছে
সোনার বাংলার গান
এ নামের সাথে যুক্ত
হয়েছে লক্ষ বীরের প্রাণ।


উদয়ের পথে শুনিকার বানি, ভয়নাই ওরে ভয়নাই
নিঃশেষে প্রাণ যে করিবে দান খয় নাই তার খয় নাই।

 তোমার জন্মই আমাদের স্বাধীনতা
তোমার মৃত্যুই আমাদের অস্থিরতা।


যদি রাত পোহালে শোনা যেত
বঙ্গবন্ধু মরে নাই,
তবে আমরা পেতাম
এক জাতীর পিতা
বিশ্ব পেত
এক মহান নেতা।


শোক নও তুমি শক্তি
শত্রæমুক্ত বাংলাদেশ গড়ব এটা পিতার সাথে মোদের চুক্তি
জাতির পিতা বেচে আছে বাংলার উন্নয়নে, জাগরণে এগিয়ে যাবার তুমি প্রেরণা,
তোমার পতাকা হাতে রাষ্ট নায়ক শেখ হাসিনা


“ সোনার বাংলা ঘুমিয়ে আছে চির অবহেলিত গ্রামের
আনাচে কানাচে, চির উপেক্ষিত পল্লীর কন্দরে কন্দরে
বিস্তীর্ণ জলাভ‚মির আশেপাশে আর সুনিশাল অরণ্যের গভীরে”
 -জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

শাহাদাৎ বার্ষিকীর অঙ্গিকার
রুখতে হবে- 
সন্ত্রাস ও জঙ্গীবাদ


এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ
মরণে তাহাই তুমি করে গেলে দান।
তোমার জন্মই আমাদের স্বধিনতা
তোমার মৃত্যুই আমাদের অস্থিরতা।


“পিতা দিয়ে গেলেন স্বাধীনতা কন্যা দেখাল পথ
জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশের ভবিষ্যৎ”


মুজিব মোদের জাতির পিতা, মুজিব মানে স্বাধীনতা
১৫ আগষ্টের ব্যাথা ভুলি নাই, সব খুনিদের ফাঁসি চাই।

 হে পিতা- তোমার আদর্শ শাণিত
আমাদের চেতনা
অশুভের বিরুদ্ধে লড়াইয়ে তুমি
নিরন্তর প্রেরণা



“তুমি রবে অন্তরে, তুমি রবে কর্মে, হে প্রিয় মহীয়ান”


ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই
হয়ে যাবে সব শেষ,
ওরা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানেই
বাংলাদেশ।

মৃত্যুহীন যে বীর প্রথমে গেয়েছেন
জয় বাংলার গান
তিনি আমাদের জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

এই দেশ হিন্দুর না, এই দেশ মুসলমানের না।
-এই দেশকে যে নিজের বলে ভাববে এই দেশ তার।
এই দেশের কল্যাণ দেখে যার মন আনন্দে ভরে উঠবে এই দেশ তার।
এই দেশের দঃখে যে কাঁদবে এই দেশ তার
এবং এই দেশ তাদের যারা এই দেশের মানুষের স্বাধীনতার জন্য
সর্বস্ব বিলিয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও দিবে
              - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

No comments

Powered by Blogger.