Header top Ads

রেশ / নাঈম রেজা

রেশ
নাঈম রেজা

৩০-০৬-০৬
শুক্রবার
রেলগেট,যশোর ।

রোদেলা দুপুরে ক্লান্তি কাটে রেশ
হে ধরনী তুমি সেজেছোতো বেশ!
আরও কত রঙ্গীন সুবর্ণ সৌন্দয্য
বিরল বহুল্য আছে রূপ ।
জানার নেই মোর কোন সাধ্য
তুমি কেন জালালে মোর অন্তর ধূপ ।।
বৈশাখী হাওয়া অপরুপ চেহারা
আ নগর-নগরীর বাহনা ।
কত রোদেলা দুপুরে লেগেছে ক্ষরা
যৌবনে বৈশাখী রোদ এখনও ধরা
আসে নাই ফাগুন হায়,
দেখিতে কি অপরুপ মনে হয়!
জ্যোৎসনার আলো নহে সে নয়,
নিদারুনে শাহিত নাই কোন ভয় নয় ।।
দিপ্ত শিখা ঘাষফড়িং এর চরে
মেঘ জমেছে ঘন-ঘন চরন  তার পাশ্বে ।
হাওয়া লেগেছে রোদেলা দুপুরে রমনী
একোন নিরবোধ,নরপশু তুমি জাননী ।
বাহারী শুখ হাওয়া দোলে
দেখিয়া তোমার অঙ্গ টোলে
এতো কোন বনহংস
নি:ষেশ করিবে তোমার সঙ্গ ভোগে \
রোদেলা দুপুরে ক্লান্তি কাটে রেশ
তুমি এসেছো রমণী ভাল হয়েছে বেশ ।।

No comments

Powered by Blogger.