Header top Ads

আসুন,সর্বদা পজিটিভ থিংকিং ও পজিটিভ চর্চায় ব্রত হই, সেবা সেবা ও সেবা

 #মর্ডান #হারবাল যশোর এর উদ্দেশ্য বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে #ভেষজ #চিকিৎসার মধ্য দিয়ে সুস্থ জীবন, সুস্থ মন সুন্দর পরিবেশ উপহার দেওয়া।


তাই প্রতিটা ঘরে ঘরে ভেষজ উদ্ভিদ রোপন করা এবং ভেষজ চিকিৎসা সম্পর্কে ধারণা জানানো এবং বোঝানো।


#মর্ডান #হারবাল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলমগীর মতি স্যার বলেন আমাদের লক্ষ্য,

🖋️সেবা সেবা ও সেবা, সেবাই মানবধর্ম, সেবার ওপর কোন ধর্ম নয়, সেই ধর্মকে পুঁজি করে কোন প্রকার ব্যবসা করা যাবে না এই লক্ষেই আমরা সম্পূর্ণ ফ্রিতেই সেবা দিয়ে যাচ্ছে।


*খাদ্য থেকে পত্ত, পত্ত থেকে ঔষধ, আর #ঔষধ নাই খাদ্য। 


🎁 সময়টা যখন খারাপ যায়----------------


#জীবনে উন্নতি সবাই চায়! কেউ কেউ একধাপ এগিয়ে উন্নতির পথে চলতেও শুরু করে! কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই সফলতা অধরা থেকে যায়!

কিন্তু কেন এমন হয়?

এ থেকে উত্তরণের উপায়ই বা কি?

আসুন, একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক।


♦ প্রথম কথা, উন্নতিপ্রত্যাশী মানুষটি উন্নত নয় বলেই তো উন্নতি চায়! ঠিক কিনা? তাহলে উন্নত নন যিনি তার জানা নেই কিভাবে উন্নতি আনতে হয়! এইখানে সবার আগে ফোকাস করতে হবে! কেন আপনি উন্নত নন? অথবা যারা উন্নত তারাও আপনার মতো মানুষ হওয়া সত্ত্বেও কেন উন্নত? তারা এমন কি করে যা আপনি করেন না? তারা এমন কি জানে যা আপনি জানেন না?


♦ আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যান তাহলে প্রথমেই খুঁজে পাবেন স্বপ্নের পার্থক্য! যারা উন্নত তারা অত্যন্ত শক্তিশালী #স্বপ্নবাজ মানুষ যেখানে আপনার ঘাটতি রয়েছে!


♦ এরপর আসুন দৃঢ়তার প্রশ্নে! উন্নত মানুষগুলো #স্বপ্নপূরণের ক্ষেত্রে এতটাই দৃঢ় যে, কোন #হতাশাজনক পরিস্থিতি তাদেরকে টলাতে পারেনা! না তারা কারো নেগেটিভ আলোচনায় কান দেন, না তারা তাদের অন্তরের নেতিবাচক ভয় বা আত্মকথনে কান দেন! বরং, খারাপ পরিস্থিতিতে তারা আরো ক্ষেপে গিয়ে দ্বিগুণ-তিনগুণ উৎসাহ নিয়ে কাজে নামেন এবং পরিস্থিতি নিজের অনুকূলে এনে তবেই ছাড়েন!

আপনি কি তা করেন?


♦ উন্নত মানুষদের আরেকটা গুণ হলো, তারা কখনোই 'পারি না' বলে বসে থাকেন না! তারা ক্রমাগত কৌশল পরিবর্তন করতে থাকেন এবং কোন না কোন উপায়ে একসময় সফল হন! অন্যদিকে ব্যর্থরা দু-একবার ভুলভাবে বা অর্ধ-হৃদয়ে  চেষ্টা করেই হাল ছেড়ে দেয়!

ভেবে দেখুন, আপনি তা করেন কি না!


♦ উন্নতরা #মহাজাগতিক শক্তির সাহায্য পান! তারা বিশ্বাস করেন, তাদের চেষ্টা যখন শেষ তখনই মহাজাগতিক সাহায্য শুরু হয়! তাই তারা তাদের সক্ষমতার চূড়ান্ত ব্যবহার করেন এবং ক্রমাগত মানসিক শক্তি বৃদ্ধি করেন! মনে রাখবেন, একবার যদি আপনি মনোজগতের ঐ বিশাল শক্তির সন্ধান পান তাহলে পৃথিবীর কোন শক্তি আপনাকে পরাস্ত করতে পারবে না! আর #মহান #স্রষ্টার কথা যদি বলি, তিনি তো আপনার কল্যাণই চান! তাই তিনি আপনাকে #স্বাধীনতা দিয়েছেন! তিনি আপনার মধ্যে তার #ক্ষমতার অনেককিছু দিয়ে রেখেছেন! আপনার শুধু সেটা খুঁজে নিয়ে ব্যবহার করা দরকার!


♥ শেষ করি, আমার দু-একটি মনের কথা বলে! আমি প্রায়ই, বিশেষ করে গভীর রাতে এক অসাধারণ মানসিক শক্তি পাই! আমি তখন বুঝতে পারি, আমার লক্ষ্যে পৌছানোটা জাস্ট সময়ের ব্যপার মাত্র!

জানতে চান, আমার এই মানসিক শক্তির উৎস কি?


♥ আমার মানসিক শক্তির একমাত্র উৎস হলো পজিটিভ থিংকিং এবং পজিটিভ চর্চা!


♥ আসুন,সর্বদা পজিটিভ থিংকিং ও পজিটিভ চর্চায় ব্রত হই। 


•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• MxN=মডান হারবাল ফুড লিমিটেড। আপনার সপ্ন পুরোনে MxN এক ধাপ এগিয়ে! ডিলারশীপ ও ডিস্টিবিউটর হয়ে স্বাবলম্বী হতে ও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন! নাঈম রেজা ✆ 01818655090 ক্রয় করার জন্য ভিজিট করুন: https://www.daraz.com.bd/products/70g-i294909782-s1304459242.html?spm=a2a0e.seller.list.21.7e75517cX8Ievz&mp=1 •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• মডার্ণ চিকিৎসালয় ভেষজ,ইউনানী ও আয়ূর্বেদিক চিকিৎসা কেন্দ্র হাকীম মুফ্তি ফিরোজ শাহ্ চেয়ারম্যান, ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ। বাংলাদেশ গভঃ কর্তৃক রেজিষ্ট্রার্ড এবং ঢাকা-দিল্লীতে উচ্চতর ডিগ্রী ও প্রশিক্ষণ প্রাপ্ত। ফ্রি চিকিৎস্যা সেবার জন্য সিরিয়াল দিন: ☎️ 01312655094 (অবশ্যই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে রোগী দেখা হবে) ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

































•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• MxN=মডান হারবাল ফুড লিমিটেড। আপনার সপ্ন পুরোনে MxN এক ধাপ এগিয়ে! ডিলারশীপ ও ডিস্টিবিউটর হয়ে স্বাবলম্বী হতে ও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন! নাঈম রেজা ✆ 01818655090 ক্রয় করার জন্য ভিজিট করুন: https://www.daraz.com.bd/products/70g-i294909782-s1304459242.html?spm=a2a0e.seller.list.21.7e75517cX8Ievz&mp=1 •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• মডার্ণ চিকিৎসালয় ভেষজ,ইউনানী ও আয়ূর্বেদিক চিকিৎসা কেন্দ্র হাকীম মুফ্তি ফিরোজ শাহ্ চেয়ারম্যান, ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ। বাংলাদেশ গভঃ কর্তৃক রেজিষ্ট্রার্ড এবং ঢাকা-দিল্লীতে উচ্চতর ডিগ্রী ও প্রশিক্ষণ প্রাপ্ত। ফ্রি চিকিৎস্যা সেবার জন্য সিরিয়াল দিন: ☎️ 01312655094 (অবশ্যই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে রোগী দেখা হবে) ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••






No comments

Powered by Blogger.