Header top Ads

কিভাবে আপনি স্ক্রীণ প্রিন্ট শিখবেন? এই ভিডিওটি আপনার জন্য



ফ্রি ক্লাসের জন্য রেজিষ্ট্রেশন করুন:



📣স্ক্রীন প্রিন্ট কেনো শিখবেন❓❓

🔥স্ক্রীন প্রিন্ট আপনার সৃজনশীলতা প্রকাশের সাথে সাথে ক্যারিয়ার গঠনের পথে নিয়ে যায় আপনাকে।

সময়ের পালা বদলে স্ক্রীন প্রিন্ট এর চাহিদাও বাড়ছে দিন দিন । অন্যান্য সকল পেশা থেকে স্ক্রীন প্রিন্ট পেশাটি ঝামেলা মুক্ত এবং বেশ নিরাপদ। মার্কেট প্লেসেও এর চাহিদা রয়েছে প্রচুর।

📢আপনি যদি স্ক্রীন প্রিন্ট শেখা ও কাজে লাগানোর কথা চিন্তা করে থাকেন, তবে বলবো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর যদি না শিখে থাকেন, তবে এই লেখা আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে আশা করি।

🔘স্ক্রীন প্রিন্ট-এর প্রয়োজনীয়তা এখন সর্বক্ষেত্রে। ওএছাড়া বিনিয়োগ ও বিক্রয়ের উপর আয় ও লাভ-ক্ষতি নির্ভর করে। অনেক সময় জিনিস পত্রের দাম উঠানামা করে। তাই এ ক্ষেত্রে হিসাব শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য। সেক্ষেত্রে লাভের পরিমাণ কম বেশি হতে পারে। বর্তমানে স্ক্রীন প্রিন্ট কাপড় ছাপার অন্যতম জনপ্রিয় মাধ্যম। স্ক্রীন প্রিন্টের ব্যবসার বাজার দিন দিন বাড়ছে। তাই যে কোন নারী বা পুরুষ অল্প পুঁজি নিয়ে ঘরে বসে কাপড়ে স্ক্রীন প্রিন্ট করার ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারেন।

🟤 যেকোনো কাজ করার বা শেখার জন্য সে বিষয়ে গুরুত্ব অনুধাবন করাটা জরুরী।

↘️আমরা আজ এমন কিছু গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করতে যাচ্ছি যেগুলো জানলে আপনি অবশ্যই স্ক্রীন প্রিন্ট শিখতে চাইবেন। চলুন তবে কারনগুলো জেনে নেই…




 

🔰📣স্ক্রীন প্রিন্ট কি❓❓

স্ক্রীন প্রিন্ট করার সময় একটা স্ক্রীন (যা দেখতে কাপড়ের মতো) ব্যবহার করা হয়। একটা চারকোনা ফ্রেমে স্ক্রীনটি টানটান ও সমান করে লাগিয়ে নিতে হয়। স্ক্রীনটি যে কোন লেখা বা আঁকা ছবি ধারণ করতে পারে। এক্ষেত্রে স্ক্রীন ছাপার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় বলে একে স্ক্রীন প্রিন্ট বলে।📶

 

❇️✴️সৃজনশীল পেশা✴️✳️

ইতোমধ্যে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যেস্ক্রীন প্রিন্ট একটি সৃজনশীল পেশা। শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে কেউ ভালো মানের স্ক্রীন প্রিন্ট হতে পারে না। ভালো স্ক্রীন প্রিন্ট দক্ষ হওয়ার জন্য অবশ্যই ব্যবহারিক জ্ঞান থাকতে হয়। অর্থাৎ নিয়মিত স্ক্রীন প্রিন্ট চর্চা করা এবং অন্যের ডিজাইন দেখার মাধ্যমে স্ক্রীন প্রিন্ট জ্ঞান বৃদ্ধি পায়।

↘️ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং💠

স্ক্রীন প্রিন্ট শেখার সবচাইতে বড় সুবিধা হলো স্ক্রীন প্রিন্ট এর মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং করতে পারবেন। যেহেতু বর্তমান সময়ে সবকিছু কম্পিউটার এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে, তাই মানুষকে আকর্ষণ করতে স্ক্রীন প্রিন্ট প্রয়োজন।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে স্ক্রীন প্রিন্ট এর চাহিদা অনেক বেশি, যার ফলে আয়ের পরিমাণও বেশী। স্ক্রীন প্রিন্ট এর চাহিদা এতটাই বেশী যে, শুধু স্ক্রীন প্রিন্ট এর কাজের জন্য বেশ কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে।

🟧 মার্কেট প্লেসে স্ক্রীন প্রিন্ট বিক্রি🟦

আপনি যদি একজন প্রফেশনাল স্ক্রীন প্রিন্ট দক্ষ হন, তবে আপনি আপনারস্ক্রীন প্রিন্ট অনলাইনে বিক্রি করার সুযোগ পাবেন। এর ফলে আপনি একবার ডিজাইন তৈরি করলে আজীবন সেই স্ক্রীন প্রিন্ট থেকে অর্থ আয় করতে পারবেন। বর্তমান সময়ে অনলাইনে স্ক্রীন প্রিন্ট বিক্রি করার বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে।

💯 স্বাধীনতা📌

উপরের আলোচনা থেকে  আশা করি আপনাদের এতটুকু বোধগম্য হয়েছে যে স্ক্রীন প্রিন্ট এর স্বাধীনতা রয়েছে। যেমন ধরুন আপনি যখন অনলাইনে স্ক্রীন প্রিন্ট ডিজাইন বিক্রি করবেন, তখন আপনাকে কারো হুকুম মানতে হবে না। কিংবা কোনও সুনির্দিষ্ট সময় অনুযায়ী কাজ করতে হবে না। আপনি কখন স্ক্রীন প্রিন্ট করবেন, কিভাবে করবেন, এর সম্পূর্ণটাই আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে।

🔥চাকুরী করার সুযোগ🔰

মজার ব্যাপার হলো স্ক্রীন প্রিন্ট এর জন্যে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি চাকুরী করার সুযোগ রয়েছে। চাকুরীর সুযোগ সুবিধা এবং বেতনের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। আমেরিকার সহ বিশ্বের অনেক দেশে স্ক্রীন প্রিন্ট কর্মীদের হাজার হাজার ডলার বেতন দিয়ে থাকে। এছাড়া বোনাস ও অন্যান্য সুবিধা তো আছে।

✴️বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়, এখানে নতুন স্ক্রীন প্রিন্ট কর্মী হিসাবে যোগ দিলেও ২০ হাজার টাকা বেতনে চাকুরী করার সুযোগ রয়েছে। আর প্রফেশনাল হলে তো ১ লক্ষ টাকার উপরে বেতন পাবেন।

📶কাজের ক্ষেত্র  অনেক

স্ক্রীন প্রিন্ট এর কাজের ক্ষেত্র কতটা বেশি আশা করি নতুন করে আর বলতে হবে না। চাকুরী এবং ফ্রিল্যান্সিং করার পাশাপাশি আপনি স্ক্রীন প্রিন্ট এর উপর কোচিং, ইনস্টিউট কিংবা স্ক্রীন প্রিন্ট ফার্ম দিতে পারবেন। বর্তমান সময়ে অধিকাংশ কোম্পানি তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইট পরিচালনার জন্যে পার্টটাইম বা ফুল-টাইম স্ক্রীন প্রিন্ট কর্মী রাখে। এসব রিমোট জব আপনি ঘরে বসে করার সুযোগ পাবেন।

চাকুরী করে স্ক্রীন প্রিন্ট কর্মী যতটা না আয় করতে পারেন, তার থেকে বেশী আয় করা সম্ভব ডিজাইন বিক্রি এবং ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং করে কতটা আয় করা যায় তা আপনারা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোর দিকে একটু নজর দিলেই অনুমান করতে পারবেন।

 

চলুন শুরু করি স্ক্রিন প্রিন্ট এর বিজনেস

ব্লক প্রিন্ট, বাটিক, টাই-ডাই ইত্যাদির পাশাপাশি বর্তমানে কাপড় ছাপার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে স্ক্রীন প্রিন্ট। স্ক্রীন প্রিন্টের সবচেয়ে বড় সুবিধা হল শুধু কাপড়ই নয়, কাগজেও ছাপা বা প্রিন্ট করা যায়। স্ক্রীন প্রিন্ট এক ধরণের ছাপার পদ্ধতি। স্ক্রীন প্রিন্ট অনেকদিন আগে থেকেই ছাপার কাজে ব্যবহৃত হয়ে আসছে। তবে বর্তমানে এটি খুবই জনপ্রিয়। স্ক্রীন প্রিন্টের পরিচিতি ও কাজের ক্ষেত্র দিন দিন বেড়েই চলছে। 

 

😊নিজের প্রতিভা প্রকাশ☻

সৃজনশীল পেশা হওয়ার সুবাদে স্ক্রীন প্রিন্ট এর মাধ্যমে আপনি আপনার নিজের প্রতিভা বিকশিত এবং প্রকাশ করার সুযোগ পাবেন। স্ক্রীন প্রিন্ট বা গ্রাফিক্স ডিজাইন হলো রং, আকৃতি, বৈশিষ্ট্য নিয়ে খেলা। আর এই খেলার মাধ্যমে আপনি ফুটিয়ে তুলবেন কাঙ্ক্ষিত ডিজাইন স্ক্রীন প্রিন্ট এর মাধ্যমে। যখন আপনি অনেক ভালো ডিজাইন করবেন, তখন মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং নিজের আইডেন্টিও তৈরি হবে।

🎉শিক্ষক হিসাবে কাজ করার সুযোগ♥

 স্ক্রীন প্রিন্ট  শেখার পর আপনি যদি চান যে আর কাজ করবেন না, সে ক্ষেত্রে আপনি শিক্ষকতার মতো মহান পেশাকে বেছে নিতে পারেন। নতুন নতুন মানুষকে আপনি  স্ক্রীন প্রিন্ট এর কাজ শেখাতে পারেন। এছাড়া শেখানোর মাধ্যমে আপনার আয়ের সুযোগ হবে। বর্তমানে অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি ক্লাস নিতে পারবেন কিংবা ভিডিও ক্লাস করে আপলোড করতে পারবেন। অফলাইনে ক্লাস করিয়েও আয় করার সুযোগ রয়েছে। বর্তমান সময়ে  স্ক্রীন প্রিন্ট শেখার জন্য অনেকেই আগ্রহী আছে।

 

🎆উচ্চ শিক্ষার প্রয়োজন নেই

অনেক পেশা রয়েছে যার জন্য উচ্চ শিক্ষা, ডিগ্রি এবং সার্টিফিকেট প্রয়োজন হয়। কিন্তু  স্ক্রীন প্রিন্ট এর ক্ষেত্রে এসবের কোন প্রয়োজন হয় না।  স্ক্রীন প্রিন্ট এর জন্য প্রয়োজন শুধু দক্ষতার। এমাজান এর মতো বড় বড় কোম্পানি তাদের স্ক্রীন প্রিন্ট এর কাজের জন্য অনেক নতুন নতুন লোক নেয় যাদের অনেকের উচ্চ শিক্ষা নেই।

🏆প্রতিদিন নতুন কিছু শিখা

 স্ক্রীন প্রিন্ট এমন একটি বিষয় / পেশা যেখানে আপনি প্রতিনিয়ত শিখবেন নিজের কাজে , অন্যের কাজে আপনি নিত্যনতুন আইডিয়া পাবেন । এই সেক্টরের প্রতিটি কাজই শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তন আর নতুনত্বে ভরপুর। যা আপনাকে সৃজনশীলভাবে দক্ষ হতে সাহায্য করবে

🏐 স্ক্রীন প্রিন্ট এর চাহিদা সবসময়

অটোমেশন এর যুগে ,যখন আমরা বলছি ,যে ক্রমান্বয়ে আমাদের কাজ গুলো সব অটোমেটিক রোবটের হাতে চলে যাচ্ছে ,সেই সময়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে  স্ক্রীন প্রিন্ট এর জন্য এখনও ক্রিয়েটিভিটি এবং হিউম্যান থিঙ্কিং এর প্রয়োজন। কারন রোবট সুধুমাত্র কমান্ড এবং ফিক্সড ডাটার উপর নির্ভর করে কাজ করে । কিন্তু নতুন চিন্তা , পরিবর্তন ,পরিবর্ধন এর জন্য এখনও মানুষকেই চিন্তা ভাবনা করতে হয় এবং সেটা ভবিষ্যতেও চলমান থাকবে।

🎉 বাজার সম্ভাবনা

গেঞ্জি, সালোয়ার কামিজ, ফতুয়া, প্যাড, কলম, কার্ড, টুপি ইত্যাদি স্ক্রীন প্রিন্ট করে বাজারে বিক্রয়ের জন্য সরবরাহ করা যায়। আবার অন্যের চাহিদা মতো ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড, নানা অনুষ্ঠানের কার্ড স্ক্রীন প্রিন্ট করে তার বিনিময়ে মজুরি নিয়ে আয় করা সম্ভব। এছাড়া বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, পোশাক শিল্প, বুটিক, বাটিক ইত্যাদি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের অর্ডার অনুযায়ী স্ক্রীন প্রিন্ট করে আয় করা সম্ভব।

🏆ক্যারিয়ারের পথ দেখায়ঃ

 স্ক্রীন প্রিন্ট এর দক্ষ কারিগর হিসেবে শুধুমাত্র ফার্মে নয় , আপনার মুল্যায়ন সব জায়গায়।  স্ক্রীন প্রিন্ট এমন কিছু যা ছাড়া কোন ব্যাবসা চালানো সম্ভব না । যে কোন ব্যাবসার প্রচার প্রচারনা , উপস্থাপন , সাজানোর জন্যও  স্ক্রীন প্রিন্ট এর প্রয়োজন । যদি আপনি একটি প্রতিষ্ঠানের উপর সন্তুট না হন , তবে আপনি ফ্রীল্যান্সার হিসেবে অন্যপ্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারেন , যোগ দিতে পারেন ইন্টারন্যাশনাল টিমে ।

🎨মার্কেটিং এবং ব্রান্ডিং:

বর্তমান প্রতিযোগীতামুলক মার্কেটে নিজের ব্যবসাকে অন্যদের থেকে আলাদা করে তুলে ধরতে নিজ পন্যের মার্কেটিং এবং ব্রান্ডিং এর কোন বিকল্প নেই । আর এই মার্কেটিং এবং ব্রান্ডিং করার জন্য আপনার প্রয়োজন হবে গ্রা স্ক্রীন প্রিন্ট এর দক্ষতার। সৃজনশীলতা যে কোন বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ। আর সৃজনশীল কাজগুলির একটি অংশ  স্ক্রীন প্রিন্ট।  স্ক্রীন প্রিন্ট শিখে শুধু ক্লায়েন্ট এর কাজই নয় , আপনার নিজের ব্যবসার ক্ষেত্রেও ব্রান্ডিং এবং মার্কেটিং এর কাজে ব্যবহার করতে পারবেন আপনার সৃজনশীল দক্ষতাকে।

🎯রিমোট আয়ের মাধ্যমঃ

বর্তমানে বেকারত্ব যে ভাবে বাড়ছে তাতে চাকরি এখন “সোনার হরিণ”। তাই বেকারত্বের গ্লানিকে দূরে রাখতে তরুনরা এখন ঝুকে পড়ছে ফ্রীল্যান্সিংয়ে। ফ্রীল্যান্সিং এ মাধ্যমে ইনকামের অন্যতম মাধ্যম হচ্ছে  স্ক্রীন প্রিন্ট । ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসে প্রতিদিন হাজার লোক শুধুমাত্র স্ক্রীন প্রিন্ট এর কাজ করেই আয় করছে বৈদশিক মুদ্রা। তাছাড়া এটি এমন একটা প্লাটফরম যেখানে কাজের চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আপনি নিজেও ভালভাবে গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিংয়ে নিজের ক্যরিয়ার পাকাপোক্তভাবে গড়ে তুলতে পারেন এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে হতে পারেন একজন সফল ফ্রীল্যান্সার ।

♥️বর্তমান বিশ্বে এখন প্রয়োজনের তুলনায় দক্ষ  স্ক্রীন প্রিন্ট এর কর্মী প্রচুর অভাব। অভাব এর বিপরীতে অবস্থান করে থাকে সম্ভাবনা। সম্ভাবনা যেখানে অপরিসীম সেখানে ভবিষ্যৎ সুনিশ্চিত। একজন দক্ষ  স্ক্রীন প্রিন্ট কর্মী হয়ে অভাব পুরন করবেন আপনি, এবং সমাদৃত হবেন বিশ্বব্যাপী।

🌍বর্তমান পৃথিবীর সকল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সেবামূলক প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রের সাথে জড়িত  স্ক্রীন প্রিন্ট

 

♣ স্ক্রীন প্রিন্টিং প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত ধারণা  ♣

♥️স্ক্রীন প্রিন্টিং কাজের গূরুত্বপূর্ণ প্রসেসগুলো নিচে দেওয়া হলো :♥️

১.ডিজাইন করতে হবে
২.স্ক্রীন ফ্রেম এ আঠা লাগাতে হবে
৩.স্ক্রীন ফ্রেম এ মেস পেপার লাগাতে হবে
৪.স্ক্রীন ফ্রেম এ টি.এক্স.আর লাগাতে হবে
৫.এক্সপোসিং প্রসেস সেটআপ করতে হবে
৬.ডিজাইন এক্সপোজিং করতে হবে
৭.ফ্রেম ওয়াশিং করতে হবে
৮.কালার এবং ক্যমিক্যাল মিক্স করতে হবে
৯.টি-শার্ট কালেক্ট করতে হবে
১০.প্রিন্ট করতে হবে

 

তাই কোর্স শেষে হয়ে উঠুন একজন সফল  স্ক্রীন প্রিন্ট এর দক্ষ কর্মী।

 

Click Here>>  https://docs.google.com/forms/d/1eWBVHqQ64c9Iq_luj3Uc8-t5nq4HfMctHqcYsl8wCLU/edit








কোর্স আউটলাইন:
প্রথম সেশনঃ
১) স্ক্রিনপ্রিন্ট এর বেসিক ধারণা
২) প্রয়োজনীয় টুলস ও তার খরচ
৩) গ্রাফিক ডিজাইন ফর স্ক্রিনপ্রিন্টিং
দ্বিতীয় সেশনঃ
১) স্ক্রিনপ্রিন্ট ফ্রেম তৈরিকরন পদ্ধতি
২)ফ্রেমের সাইজ সম্পর্কে ধারণা
৩)স্ক্রিন বাঁধাই ও এক্সপোজ
৪) এক্সপোজের জন্য প্রয়োজনীয় কেমিকেল পরিচিতি
৫) গ্রুপভিত্তিক প্রাকটিকাল
তৃতীয় সেশনঃ
১) কেমিকেল ও রঙ পরিচিতি
২) কালার প্রিন্ট করার পদ্ধতি
৩) গ্রুপভিত্তিক প্রাকটিকাল
৪) বিভিন্ন সমস্যা সমাধানের টেকনিক
৫) ক্লোজিং সেশন

লাইফ টাইম পরামর্শ সেবা

তাই আজই ভর্তি হয়ে নিজেকে দক্ষকরে গড়ে তুলুন: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeLqS8aiqUJlLF0xDGqnlU5_LRrelXf8XGaYvrD4w2vpKOrXA/viewform

No comments

Powered by Blogger.