ব্যক্তিত্ব জন সঞ্জীব চক্রবর্তী, গড়ে তুলেছেন সুস্থ্য সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নৃত্যবিতান। যে প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে শত-শত গুনি শিল্পী।
দক্ষিণ বঙ্গের নৃত্য গুরু জন সঞ্জীব চক্রবর্তী স্যারের 58 তম জন্মদিন পালিত
নাঈম রেজা: দক্ষিণ বঙ্গের এক অনন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জন সঞ্জীব চক্রবর্তী, গড়ে তুলেছেন সুস্থ্য সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নৃত্যবিতান। যে প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে শত-শত গুনি শিল্পী।
আজ শনিবার 29 আগস্ট ছিলো এই গুণি শিল্পীর 58তম জন্ম বার্ষিকী। তাই করোনা এই মহামারিতে সামাজিক বিধি নিষেধ থাকা সত্বেও ছাত্র-ছাত্রীরা দূর-দূরান্ত থেকে ছুটে আসে তাদের এই প্রিয় স্যারের জন্মদিনে হাজির হয়ে স্যারকে অভিনন্দন noও শুভকামনা জানাতে। সন্ধ্যা 6.20 মিনে
টে কেক কাটার মধ্যে দিয়ে স্যারের জন্মদিন পালিত হয়। এসময় উপস্থিত ছিলো নৃত্যবিতানের প্রাক্তন ছাত্র মোঃ ইমামুল হোসেন, মোস্তাফিজুর রহমান, সুকুমার আইচ, হুসাইন তারেক, রাফিয়াত ইসলাম কথা ও অন্যান্য ছাত্র-ছাত্রী বৃন্দু। তাছাড়া কোলকাতায় নাচের উপর পিএইচডিরত ছাত্র সাইফুল ইসলাম সাকি উপস্থিত হতে না পারায় স্যারকে ভিডিও কলের মাধ্যমে শুভ জন্মদিন জানাই।
No comments