ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ এর বাৎসরিক আলোচনা সভা এবং কর্মপরিকল্পনা প্রস্তুতি।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এর পর, সামাজিক দূরত্ব এবং সকল বিধিনিষেধ মেনে বাংলাদেশ ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন এর সকল কার্যক্রম শুরু করার উদ্দেশ্যে নিজ কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান, হাকিম মুফতি ফিরোজ শাহ এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি তার বক্তব্যের মধ্যে "সেবা উত্তম ইবাদত " এই শ্লোগানকে সামনে রেখে বলেন। প্রকৃত মানুষ হতে হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এমপি, ডিসি, মিনিস্টার কিংবা মুফতি মুহাদ্দিস হওয়া সহজ কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। যে মানব এর মধ্যে মানবপ্রেম আছে সেই মানুষ। সত্যিকারে যারা ভোরের মানবপ্রেম থাকে, তার দ্বারা স্রষ্টার ইবাদাত 80 ভাগ সম্ভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন,"তোমরা গাছ রোপন করো,কারণ গাছের ফলটি পাখি খায় আল্লাহর শুকরিয়া আদায় করে ও গাছের প্রত্যেকটি পাতা আল্লাহ তাআলার জিকির করে। এটা সদগায়ে জারিয়া। তাই আসুন মানব কল্যাণে কাজ করি এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে বেজোস উন্নয়নের রাজধানী হিসাবে গড়ে তুলি। তিনি সংগঠনের কমিটি দের উদ্দেশ্য করে বলেন, ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ, মানবিকতা বিবেচনা করে গরিবদের সেবায় কাজ করে যাচ্ছে এবং যাবে। বৈশ্বিক এই মহামারী করোনাভাইরাস এর পরবর্তী সময়ে আমাদের সংগঠন যে সকল কাজ বন্ধ হয়ে রয়েছে সকল কাজ এবং কর্মসূচি আবার নতুন করে শুরু করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। উক্ত আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টামন্ডলী পূর্ণ গঠন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, কবিরাজ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক হাকিম মোঃ মুস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাঈম রেজা, নির্বাহী কমিটির সদস্য মোঃ জাহিদুর রহমান, মোঃ শাহরিয়ার রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
No comments