নাটক: কাজলা দিদি- অশোক কুমার বিশ্বাস ও মানুষ ও কুলি
নাটক: কাজলা দিদি- অশোক কুমার বিশ্বাস
আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত নাট্যকার। আমার রচিত নাটক, নাটিকা, জীবন্তিকা ও স্পট বাংলাদেশ বেতার খুলনা, রাজশাহী ও রংপুর কেন্দ্রে নিয়মিত ভাবে প্রচারিত হয়ে আসছে। বেতারে প্রচারিত নাটক: স্বাধীনতা, চিত্রা পাড়ের জেলে, পরিণাম, মাটির টানে, একটি সম্ভাবনার মৃত্যু, যোদ্ধা, আশ্রয়, ভালবাসার ফুল, অহংকারের পতন, বেগম রোকেয়া, ছোঁয়া, রমিজ মিয়ার স্বাধীনতা, গাছি। কৃষ্ণকুমারী, মানুষ, কুিল, পদ্ম-গোখরো, আলেয়া, বেহুলা-লক্ষীন্দর, আদু ভাই ও কাজলা দিদি (বেতার নাট্যরূপ), জীবন্তিকা, নাটিকা ও স্পটের সংখ্যা ১৪০টির অধিক। মাননীয় প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগের উপর রচিত স্পট ও নাটিকা নিয়মিত প্রচারিত হয়। বেগম রোকেয়া ও আলেয়া নাটক আর্কাইভে সংরক্ষণ করা হয়েছে। প্রকাশিত নাটকগ্রন্থ: নাটক সমগ্র-১, নাটকসমগ্র-২, যশোরের ভাষা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বিজয়, নাট্যরূপে কাজী নজরুল ইসলাম এই গ্রন্থে কাজী নজরুল ইসলামের কুলি ও মানুষ কবিতার নাট্যরূপ। গল্পগ্রন্থ: পরিণতি, দহন। আমার রচিত নাটক যশোরসহ বিভিন্ন স্থানে মঞ্চায়ন হয়ে আসছে। নাটক- কাজলা দিদি পাঠকদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে।
অশোক কুমার বিশ্বাস ও মানুষ ও কুলি
নাটকের উৎকর্ষতা বৃদ্ধির জন্য যে সকল নাট্যকার কাজ করছেন অশোক কুমার বিশ^াস তাদের মধ্যে একজন। তিনি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত নাট্যকার। তার রচিত নাটক, নাটিকা, জীবন্তিকা ও স্পট বাংলাদেশ বেতার খুলনা, রাজশাহী ও রংপুর কেন্দ্রে নিয়মিত ভাবে প্রচারিত হয়ে আসছে। বেতারে প্রচারিত নাটক ঃ স্বাধীনতা, চিত্রা পাড়ের জেলে, পরিণাম, মাটির টানে, একটি সম্ভাবনার মৃত্যু, যোদ্ধা, আশ্রয়, ভালবাসার ফুল, বেগম রোকেয়া, ছোঁয়া। কৃষ্ণকুমারী ও কুিল (বেতার নাট্যরূপ), জীবন্তিকা, নাটিকা ও স্পটের সংখ্যা ১২০টির অধিক। প্রকাশিত নাটক ঃ নাটক সমগ্র - ১, (২০১৭) গল্প ঃ পরিণতি (১৯৯৬), অত্র গ্রন্থভ‚ক্ত নাটক দুটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানুষ এবং কুলি-মজুর কবিতা অবলম্বনে রচিত “ মানুষ এবং কুলি ” অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ ও ডায়মন্ড ক্লাব যশোর একাধিকবার মঞ্চায়ন করেছে। যা শ্রোতা দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। চরিত্রের প্রয়োজনে মানুষ নাটকে বিজয় সরকারের একটা গান ব্যবহার করা হয়েছে। তিনি বিজয় সরকারের প্রতি কৃতজ্ঞ। ভালবাসার ফুল নাটকটি ২০১৬ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নওয়াপাড়া ইনস্টিটিউটের উদ্যোগে মঞ্চায়ন হয়। সাংবাদিকতা ঃ ১৯৮৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দৈনিক রানার যশোর। সংগঠনঃ সম্পাদক, গীতা সংঘ যশোর। মাগুরা কল্যাণ ফোরাম যশোরের অর্থ সম্পাদক, অগ্নিবীণা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যশোর এর সদস্য। নাটক, গল্প, কবিতা ও প্রবন্ধ নিয়মিত ভাবে বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে। পদক ঃ ২০১৬ সালে মুক্তেশ^রী সাহিত্য ও সাংস্কৃতি পরিষদ নাটকে পদক প্রদান করে। তিনি বিদেশি বীমা কোম্পানীর ইউনিট ম্যানেজার হিসাবে যশোরে চাকুরিরত । তিনি বাংলাদেশ বেতারের কাছে ঋণী। আমি তার জীবনের সাফল্য কামনা করি।প্রকাশকতারিখ ঃ ১৬/১২/২০১৬যশোর।
No comments