Header top Ads

The Course of increase price of betel leaf

০১/১২/২০১৯
নাঈম রেজা

এক ঝুড়ি পান পাঁচ টাকা



যশোর,
রবিবার দিবাগত রাতে, চাঁচড়া পশ্চিম পাড়া গ্রামের মধ্যে ছোট রাস্তার সাইটে এক ট্রাকের বেশি পানা পাওয়া গেছে। এলাকার লেকের ভিতরে অনেক রকম আনাগোনা দেখা দিয়েছে। কিছু স্থানীয় লেকে বলছে কে বা কারা রাতের অন্ধকারে ট্রাক ভরে নষ্ট পান ফেলে গেছে। আবার সাধারণ মানুষের প্রশ্ন কিভাবে এখানে ট্রাক এলো এই ছোট রাস্তায় তাও আবার কেউ দেখেনি। কেউ কেউ বলছে ভ্যানে করে ফেলা হয়েছে। তা হলে পড়ে পাওয়া পান কেন বিক্রয় হচ্ছে এ প্রশ্নে বলেন যারা সকালে আগে পেয়েছে তারা এই পান গুলি বিক্রয় করছে। আবার কিছু মানুষ বলছে পানা কাল রাত ৮ টা থেকে বিক্রয় করা শুরু হয়েছে ঝুড়ি প্রতি পাঁচ টাকা। তা হলে রাতে কি ভাবে এই ঘটনা ঘটললো, নাকি কোন বাড়িতে এই পান মজুদ ছিলো? এখনও পর্যন্ত সঠিক কোন তথ্য পাওয়া যায়নি কোথা থেকে এলো এই পান। সাধারণ জনগণের দাবি, এভাতে প্রতিটা মাল মজুদ করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মাল নষ্ট করে ফেলে দিচ্ছে, এতে ক্রেতা ও কৃষক দুজনেই ক্ষতি গ্রস্থ হচ্ছে। এই অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হোক।

No comments

Powered by Blogger.