Header top Ads

“পৃথিবী দীর্ঘতম তালের সারি তৈরীর লক্ষ্যে” কাজ শুরু "In order to develop the world's longest row of palm" 24 শুক্রবার, আগস্ট 2018

I have been working continuously for five years, The end of planting of palm tree is 70 kilometers away, The goal of creating the longest tunnel in the world, To safeguard the citizen duty and the environment, I will work all my life. Your sincere desire and sympathy




নাগরিক কর্তব্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে (বনায়ন বৃদ্ধি, রাস্তার মাটি ক্ষয়রোধ, শিল্প কারিগর বাবুই পাখির বাসস্থান তৈরী, গরমের পরম বন্ধু তাল পাতার হাতপাখা, যশোরের ঐতিহ্য খেজুরের গুড়, “পৃথিবীর দীর্ঘতম তালগাছের প্রাকৃতিক  সৌন্দয্য” দেখানোর জন্য রাস্তার দু’পার্শ্বে (80 কিঃ মিঃ) তালগাছ লাগানো শেষ করে আমরা এ বছরের মত সমাপ্তি করছি। পথ অনেক, জীবন একটা! ভাল কিছু করতে গেলে এক জীবনেই করতে হবে। অনেকেই প্রশ্ন করে, তাল গাছ কেন লাগাই? প্রথমে বলি গাছের উপকারিতার কোন শেষ নেই! আর আমি শুধু তালগাছ নয় অন্যগাছ ও লাগাই। তবে তালগাছ একটি উদ্দেশ্য ও একটি প্রাকৃতিক দৃশ্য সহ পৃথিবীর দির্ঘতম তালগাছের সারি তৈরীর লক্ষ্যে তালগাছ লাগাই। তখন প্রশ্ন করে অন্যগাছে কি সৌন্দর্য্ কম? আমি বলি না। তবে তাল গাছ এমন একটি বৃক্ষ যার অপকারিতার চেয়ে উপকারই বেশি। এই গাছ আকারে লম্বা হয়। 100 (এক শত) বছর বাঁচে, আশেপাশের ফসলের কোন ক্ষতি করে না। এই গাছের শিকড় মাটির নিচের দিকে যায়। ফলকরা গাছের মধ্যে বোটা শক্ত ও সহজে ঝরে পড়ে না। এই গাছ লাগানোর পর থেকে পরিচর্যা কম করা লাগে। সহজে গাছ মরে না। সব কিছু মিলিয়ে তাল গাছ বেছে নিয়েছি। এবছর রাজগঞ্জ থেকে বেলতলা এবং আশপাশের কিছু রাস্তায় প্রায় 8 থেকে 10 হাজার তালের আটি রেপন করেছে। যা আমাদের লক্ষ স্থানে পৌছাতে সংক্ষম হবে। প্রচন্ড রোদের মাঝে ঈদের আগের দিন শুক্রবার 1 সেপ্টেম্বর 2017 একটি ভ্যান গাড়িতে করে তালের আটি রোপন করা হয়। 
আমাদের সাথে ছিল এমামুল হোসেন, আশিকুর রহমান, সরোয়ার হোসেন, সোহেল রানা ও সকল পরিকল্পনা/ উদ্যোগক্তা নাঈম রেজা সবাই নিজে হাতে মাটি খুড়ে তালের বীজ/ আটি রোপন করেছেন। 2018 সালে ঈদ উল আযহার পরের শুক্রবার আরও 15 কিঃমিঃ গাছ লাগানো কমপ্লিট করা হয়।  এবং 19 সেপ্টেম্বর 2014 থেকে প্রতি বছরের ধারা বাহিক ভাবে আমরা এই গাছ লাগিয়ে আসছি। আমাদের আগে লাগানো গাছ গুলি কিছু 2 পাতা, 3/4 পাতা ও 5 পাতা পর্যন্ত হয়েছে।



প্রচন্ড রোদের মাঝে ঈদের দুদিন  পর শুক্রবার 25 আগস্ট 2018 একটি ভ্যান গাড়িতে করে তালের আটি রোপন করা হয়। আমাদের সাথে ছিল এমামুল হোসেন, আশিকুর রহমান, সরোয়ার হোসেন, সোহেল রানা ও সকল পরিকল্পনা/ উদ্যোগক্তা নাঈম রেজা সবাই নিজে হাতে মাটি খুড়ে তালের বীজ/ আটি রোপন করেছেন।


প্রচন্ড রোদের মাঝে ঈদের দুদিন  পর শুক্রবার 25 আগস্ট 2018 একটি ভ্যান গাড়িতে করে তালের আটি রোপন করা হয়। আমাদের সাথে ছিল এমামুল হোসেন, আশিকুর রহমান, সরোয়ার হোসেন, সোহেল রানা ও সকল পরিকল্পনা/ উদ্যোগক্তা নাঈম রেজা সবাই নিজে হাতে মাটি খুড়ে তালের বীজ/ আটি রোপন করেছেন।



প্রচন্ড রোদের মাঝে ঈদের দুদিন  পর শুক্রবার 25 আগস্ট 2018 একটি ভ্যান গাড়িতে করে তালের আটি রোপন করা হয়। আমাদের সাথে ছিল এমামুল হোসেন, আশিকুর রহমান, সরোয়ার হোসেন, সোহেল রানা ও সকল পরিকল্পনা/ উদ্যোগক্তা নাঈম রেজা সবাই নিজে হাতে মাটি খুড়ে তালের বীজ/ আটি রোপন করেছেন।




প্রচন্ড রোদের মাঝে ঈদের দুদিন  পর শুক্রবার 25 আগস্ট 2018 একটি ভ্যান গাড়িতে করে তালের আটি রোপন করা হয়। আমাদের সাথে ছিল এমামুল হোসেন, আশিকুর রহমান, সরোয়ার হোসেন, সোহেল রানা ও সকল পরিকল্পনা/ উদ্যোগক্তা নাঈম রেজা সবাই নিজে হাতে মাটি খুড়ে তালের বীজ/ আটি রোপন করেছেন।



প্রচন্ড রোদের মাঝে ঈদের দুদিন  পর শুক্রবার 25 আগস্ট 2018 একটি ভ্যান গাড়িতে করে তালের আটি রোপন করা হয়। আমাদের সাথে ছিল এমামুল হোসেন, আশিকুর রহমান, সরোয়ার হোসেন, সোহেল রানা ও সকল পরিকল্পনা/ উদ্যোগক্তা নাঈম রেজা সবাই নিজে হাতে মাটি খুড়ে তালের বীজ/ আটি রোপন করেছেন।








প্রচন্ড রোদের মাঝে ঈদের দুদিন  পর শুক্রবার 25 আগস্ট 2018 একটি ভ্যান গাড়িতে করে তালের আটি রোপন করা হয়। আমাদের সাথে ছিল এমামুল হোসেন, আশিকুর রহমান, সরোয়ার হোসেন, সোহেল রানা ও সকল পরিকল্পনা/ উদ্যোগক্তা নাঈম রেজা সবাই নিজে হাতে মাটি খুড়ে তালের বীজ/ আটি রোপন করেছেন।










































































প্রচন্ড রোদের মাঝে ঈদের দুদিন  পর শুক্রবার 25 আগস্ট 2018 একটি ভ্যান গাড়িতে করে তালের আটি রোপন করা হয়। আমাদের সাথে ছিল এমামুল হোসেন, আশিকুর রহমান, সরোয়ার হোসেন, সোহেল রানা ও সকল পরিকল্পনা/ উদ্যোগক্তা নাঈম রেজা সবাই নিজে হাতে মাটি খুড়ে তালের বীজ/ আটি রোপন করেছেন।






No comments

Powered by Blogger.