Header top Ads

international mother's day 2018/ বিশ্ব মা দিবসের কবিতা

In 1914, Woodrow Wilson signed a proclamation designating Mother's Day, held on the second Sunday in May, as a national holiday to honor mothers. Although Jarvis was successful in founding Mother's Day, she became resentful of the commercialization of the holiday.
“মা যদি হয়
সচেতন
সন্তান হবে
মনের মতন”


শিক্ষিত ‘মা’
সমৃদ্ধ জাতি
আঁধার ঘরে
জ্বলবে বাতি

 সেই সন্তান
হতভাগা
যে তার মা-বাবার 
সেবা করতে পারে না

পৃথিবীতে ‘মা’ থেকে
মূল্যবান সম্পদ
আর একটি ও নেই

প্রতিটি মানুষের জীবনে
তার প্রথম বন্ধু হল
‘মা’

বাবা-মা বোঝা নয়
সন্তানের জীবনের
শ্রেষ্ঠ সম্পদ

বাবা-মা’কে কষ্ট দিয়ে
পৃথিবীতে কেউ
সুখী হতে পারে না।

মায়ের একটি কষ্টের ফোঁটা
সাতটি জাহান্নামের চেয়েও ভয়ংকর
আর একটি হাসির ফোঁটা আটটি
জান্নাতের সমান
                  -হযরত মুহাম্মদ (সঃ)

মা
হারিয়ে কান্না করার আগে

মা
থাকতে সেবা করো

যার ঘরে
মা
আছে
সে কখনো
গরীব নয়।

অনেক ভালবাসি তোমায়
মা
মা’ মমতার মহল
মা’ পিপাসার জল \
মা’ ভালবাসার সিন্ধু
মা’ উত্তম বন্ধু \
মা’ ব্যথার ঔষুধ
মা’ কষ্টের মাঝে সুখ \
মা’  চাঁদের ঝিলিক
মা’  স্বর্গের মালিক \
পৃথিবীতে একটাই জান্নাত আর সে হল 
মা

1 comment:

  1. অসাধারণ মাতৃভালবাসা আপনার জন্য শুভ কামনা

    ReplyDelete

Powered by Blogger.