Header top Ads

প্রিয়া - নাঈম রেজা


প্রিয়া
নাঈম রেজা

প্রিয়া, তুমি যেয়োনাকো ভুলে
বেসোনা ভাল কাউকে,
তোমার স্বপ্ন সারারাত সারাক্ষণ
ভোরের সুক তারা নিরাব এতক্ষণ,
আর কত? কতদিন তুমি দুরে....
থেকে বৃষ্টিঝরা গাছের ন্যায় কাঁদাবে?

আর পারিনা! তুমি আর কাঁদিওনা।
ফিরে ফিরে পালতক শিয়ালের মত
চাহি ফিরে আসো কিনা।

সেই চলা-ফেরা আজ ঢেউয়ের পরে।
নদীর জলে শুন্য বাতাসে,
এক খন্ড দগ্ধ আগুনে ভাসে
প্রিয়া, তুমি যেয়োনাকো ভুলে।
তোমার মুখের হাসি উনিশ শতকের
কবির লেখার মত;
ইচ্ছা জাগে তোমাকে তুলির আঁচড়ে
সাগরের ঝিনুকের গায়ে আল্পনা একে
দেখি একবার ঘুরিয়ে ফিরিয়ে।

আর হয়তো আসবে না,
আসবে না ফিরে সেই দিন
কেননা বয়স বেড়েছে ঢের;
উতলে পড়া পানি আর দেখা হবেনা।

প্রেম আর ছড়াবে না,
এখন দু’টি জীবনই হয়ে  গেছে ঘের।
প্রিয়া, তুমি যেয়োনাকো ভুলে;
কপোতাক্ষ নিরাক্ষ ভাষায় গায় গান
মনে হয় সব কিছু তোমার দান!
প্রিয়া, তুমি নদীর বয়ে যাওয়া কান্নার সুর
তুমি অহমিকায় ছড়িয়ে থাক
বর্ষাঘেরা রাতের বিন্দু শিশির \


No comments

Powered by Blogger.