Header top Ads

মুক্তির মৃত্যু পুরী - নাসরিন সুলতানা

মুক্তির মৃত্যু পুরী
নাসরিন সুলতানা 

এখনও অভিশপ্ত হিমঘরে দুলে ওঠে লাশ
কান্নার ফসিল জ্বলে গাঢ় অন্ধকারে
আর আত্নার ধুম্রজালে পাপীরা হয় ভীত
পূন্যের দেবযান যখন থমকে যায় পাপীর উল্লাসে
ঘরের নিষ্পাপ বধূরা তখন তারা হয় আকাশে
সতী, দেবী, লক্ষী, পূন্যবতী শব্দ গুলো মেয়েদের ভূষনে
অধমের মত ঝুলে থাকে উপহাসে।
দৌরাত্নের পাপিষ্ঠ স্লোগানে মুক্তির মৃত্যু পুরী
কালোবর্নের অজস্র শব্দমালায় অভিশাপ হয়ে থাকে অভিধানে।
অনাবিস্কৃত নক্ষত্রের মত ভয়ংকর লাঞ্ছনা 
এখনও ঘুমিয়ে থাকে বন্ধ্যা শয্যায়।
পাশবিক মঞ্চে জোরালো পদশব্দ আর মিথ্যা বুলির হুঙ্কার
জোর করে জয়ী হবার অজস্র কথা মালা 
মহামান্য হওয়ার অভিপ্রায়ে- 
ঘর দোর সন্তান এক বিবর্ন সুতায় গেথেঁ
অহংকারের পুষ্পার্ঘ্য ঐশ্বর্য্যের জলে ভাসে উদাসীন স্রোতে
যেখানে থাকেনা রাগ অনুরাগ প্রশ্বাসের সুগন্ধী আওয়াজ
তাই মনে হয় সয়ং দেবকূল পাহারা দেয় মুক্তির মৃত্যুপুরী।

No comments

Powered by Blogger.