Header top Ads

মানুষের জন্য -গোবিন্দ চন্দ্র বিশ্বাস


মানুষের জন্য
 -গোবিন্দ চন্দ্র বিশ্বাস

 যুগাযুগ নিধুম তুষের আগুনে মিয়ানমার জ্বলছিল
 উত্তপ্ততার অনুভবে কোন অপেক্ষায় ভাসছিলো
 হত বোঝেনি অনেকেই কোন ঈর্ষার  উৎগীরণ
 সময়ের অপেক্ষায় জাগাবে বিশ্ব কাঁপানো বিস্ফোরণ
2017 খ্রিস্টাব্দে ভূখণ্ডে প্রচন্ড ধুমকুন্ডলী উঠল জ্বলে
খলনায়ক রাজনৈতিক কুলকুশলীদের ছলে
 রাষ্ট্রীয় প্রশাসন আইন শৃঙ্খলা করল বিকল
 পুড়লো শুধুই ভাগ্য হত নিরিহ রোহিঙ্গাদের  কপাল
 হলনা রেহাই আগুন হল দ্বিগুণ রাইফেলের নিশানা
 রক্তের হোলিতে বাতাস হল ভারি আহতদের বিদারুন কান্না
 ছাড়ছে ভিটামাটি জীবন-মরণের নিদারুন ঝুঁকিতে
   জীবিত নারী-পুরুষ শিশুরা দিচ্ছে পাড়ি বাংলার মাটিতে
 10 লক্ষাধিক  উৎবাস্তু ঘুমধুম, তুমরু, ভাসানচরে
আজও তারা ক্ষুধা যন্ত্রনায় হতাশ অস্থায়ী শিবিরে
 জাতিসংঘ অসহায়, দেশি-বিদেশি টক শো আর বৈঠক
বেতার বাণী দুরদর্শন আছে সংবাদপত্রের রকমারি সুখপাঠ
 শীত, ঝড়, বর্ষায় মরছে বৃদ্ধ, লক্ষ শিশু মরনের ঝুঁকিতে
কত প্রাণ নিরবে ঝরছে সাংবাদ তার চাপা রকমারি তাবুতে,
  মানুষ চায়না খয়রাতি খাদ্য   ঔষধে শিবিরে বাঁচতে
   দাবি তাদের নিজ দেশে পুর্নবাসন সহায়তায় বিশ্ব কে এগিয়ে আসতে
 বাংলার মানুষ  দুঃখী পীড়িত উদ্বাস্তু ভাইদের দাঁড়িয়ে পাশে
  সোচ্চারে বলে হে মানুষ একখনই দাড়াও এগিয়ে এসে

No comments

Powered by Blogger.