Header top Ads

বিজয়ী বাঙালি জাতি - ডাঃ মোঃ আহাদ আলী


বিজয়ী বাঙালি জাতি
ডাঃ মোঃ আহাদ আলী

 বিজয় অর্জন কত যে কঠিন
 বুঝেছে বাঙালি জাতি,
  সম্ভব হয়নি একদিন   তা-
 হয়নি তা-এক রাতি
   কত যে পুষ্প  ঝরেছে অকালে
  ছড়ায়ে  সুরভী খ্যাতি,
  বিজয় গৌরবে  বিশ্ব  ছেয়েছে
বিজয়ী বাঙালি জাতি
 বিজয় এসেছে বিপ্লবী চেতনায়
 রক্ত সাগরে নেয়ে,
 বজ্রের হুংকার বুলেটের আঘাতে
 উত্তাল তরঙ্গ  বেয়ে
  স্মৃতির জানালা খুলে  বুঝি  হায়;
 ভাবনা সারাটি ক্ষণ,
 বিজয়ের স্বাদ কত যে মধুর
 বেদনা বিধুঁর -মন
 তোমরা যারা    করনিকো ভোগ
     বিজয়ের -বিষজ্বালা,
 যাপিত জীবনে কখনো  ঠেকোনি
  আসেনি  বিপদ বালা
 করনি তো পার বীভৎস রজনী
 সে যে কি ভয়ংকর,
 ঘোর অমানিশা নেমেছিল সেদিন
বাঙালি জাতির পর
 শত্রুসেনাদের  নিপাত করে
 উনিষ- একাত্তরে,
বিজয় অর্জন করিল বাঙালি
 হাজার বছর পরে
    আত্মার টানে সত্তার টানে
 বিজয় উৎসবে মেতে
 সম্মুখপানে এগিয়ে চলো
 বিজয়ের স্বাদ পেতে

No comments

Powered by Blogger.