Header top Ads

বিজয় দিবস -আমিরুল ইসলাম রন্টু

বিজয় দিবস
 -আমিরুল ইসলাম রন্টু

 বাঙালির বিজয় দিবস আসলেই অবশ্যই একটা কোনদিন
 দৃষ্টির জন্য বীর বাঙালি মুক্তিযুদ্ধ করেছিল একদিন
 একাত্তরে ডিসেম্বর  16  তারিখটি ছিল বিশেষ সেই দিন
 বাঙালি জাতির  আদৌ ভুলবে না কখনো অর্থাৎ সেই অন্য দিন
  পাকি আমলেই বাঙালিরা সঠিক অর্থে স্বাধীনতার  পর্যন্ত কোনোদিন
 যে কারণে বাঙালিরা সত্যিকারের ধুকেধুকে মরেছিল দীর্ঘদিন
 মরেনি জাতির  নেতাদের ইতিবাচক ভূমিকার কারণে
  তারা তাই বড়ই আন্তরিক ছিল জাতির নেতৃত্বে  স্মরণে বরনে

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছিলেন স্বাধীন বাঙালি জাতির জনক
  তৎপূর্বে   কোন নেতা নাড়াতে পারিনি জাতির সঠিক টনক
বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ কেবলমাত্র জাতির   সম্পদ নয়
 বাঙালি অর্থবহ সম্পদ নিয়ে   রইবে টিকেট চিরকাল জয়
 বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ তাদের বড়ই উজ্জীবিত রাখতে
 এরচেয়ে অর্থবহ ধনভান্ডারী সালামার কি হতে পারতো?
পঁচিশে মার্চের মধ্যরাতেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন
 ঘোষণা দেয়ার পরপরই মহান নেতা গ্রেফতার বরণ করেন
 ইতিমধ্যে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেন
 স্বাধীন জাতি আজ বহু দূর এগিয়েছে হাঁটি-হাঁটি পা-পা করে
 দীর্ঘ জটবদ্ধতা পাড়ি দিয়ে স্বাধীনতার এই 46 বছরে
বাঙালির বিজয় দিবস আসলে একটা অন্য দিন
   দিবসটির জন্য বীর বাঙালি মুক্তিযুদ্ধ করেছিল একদিন
 একাত্তরের ডিসেম্বরের 16  বিশেষ সেই দিন

 বাঙ্গালী জাতী আদৌ ভুলবে না কখনো অর্থবহ সেই অন্যদিন

No comments

Powered by Blogger.