Header top Ads

কবি মোঃ আহাদ আলী এর কবিতা, মুজিব নামের ফুল


মুজিব নামের ফুল
-ডা. মোঃ আহাদ আলী

আয়রে তোরা আয় দেখে যা-
বাংলা বাগীচায়
মুজীব নামের ফুল ফুটেছে
যার তুলনা নাই।
ক্ষেতের হাসি ফুলের সৌরভ
পড়ছে নিতুই ঝরে,
সকাল বিকাল রাত্রি দিনে
সূর্য উঠার ভোরে।
সমীরণে ছড়ায় সুবাস
মুজীব নামের ফুল,
সেই ফুলেরই গন্দবাসে
ব্যাকুল ধরাকুল।
ছিন্ন মুকুল ভিন্ন আভাষ
পাপড়ী ঝরা ঘ্রাণ,
দিয়ে গেলো বসুন্ধরায়
মরা নদীর প্রাণ।
স্বপ্ন রাঙা হৃদয় লয়েই
জীবন দিলো শেষে
সরস কোমল মাটি মানুষ
গভীর ভালবেসে।
আকাশ বাতাস ক্ষেত ফসল
জল মাটির মায়ায়
মিশে আছে থাকবে মিশে
কায়াহীন ছায়ায়।

No comments

Powered by Blogger.