Header top Ads

কবি ও গীতিকার এ ডি এম রতন এর কবিতা- শেষ অংক

শেষ অংক
-এডি এম রতন

প্রভাতে পাখির দল করে কোলাহল
আর; প্রভাতে জায়নামাজে আমার ঝরে চোখের জল
ফুলে ফুলে যায় ভরে ফুলের কানন
আর বেদনায় ভরে আমার এই মন
সব সুখ অভাগী আমার কেড়ে নিয়ে গেছে
একা একা গেছে চলে দূর পরবাসে
মনের সুখে নিদ্রায় সে কবরে এখন
মৃত্যু কে করে নিয়েছে আপন
আমি ভাবি সারাক্ষণ কবে পাব দেখা
তার ছবি রয়েছে এই হৃদয়ে আঁকা
মায়া মমতায় ভরা দিল তার প্রাণ
সোহাগ দিল তার মনে আসমান সমান
সেই অভাগী এখনো আছে এই হৃদয়ের মনি কোঠায়
অন্তর চক্ষু দিয়ে তার বদন দেখতে আমি পাই
এখনো সে রাতে আসে রাতে চলে যায়
পূবের সূর্য যখন হয় উদয়
অফুরান্ত সুখে সে আছে কবর দেশে
আর আমি রয়েছি একা উদাশী বেশে
তার জন্য ক্ষণে ক্ষণে কেঁদে উঠে হৃদয়

অভাগী একা গেছে চলে আমারে কাঁদায়ে।

No comments

Powered by Blogger.