Header top Ads

আমাদের স্বাধীনতা -সানজিদা ফেরদৌস এর কবিতাআমাদের স্বাধীনতা
-সানজিদা ফেরদৌস

স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা কি?
স্বাধীনতা স্বাধীনতা হলো সেই সুর
যে সুরকে ছিনিয়ে আনতে
শহীদ হয়েছেন নাম না জানা অসংখ্য প্রতিবাদী বীর

স্বাধীনতা কি?
স্বাধীনতা হলো সেই শিকড়
যে শিকড় কে আঁকড়ে অঙ্কুরের উদয়নে
বেঁচে আছে এই বাংলার কোটি মানুষ

স্বাধীনতা কি?
স্বাধীনতা হলো  সেই বিছানা
যে বিছানায় শুয়ে অনুভবে পাওয়া যায়
মায়ের আদরের খাঁটি শুদ্ধ পরশ

স্বাধীনতা কি?
স্বাধীনতা হলো সেই ফুল
যে ফুলকে চাইনি দিতে অবহেলায় ঝরতে
রক্তের দামে প্রাণের দামে
এনেছি ফিরিয়ে এই দেশকে

স্বাধীনতা কি?
স্বাধীনতা হলো সেই কালো চাঁদর
যে চাঁদরে ঢাকা থাকে
শত্রু আক্রমনে ঘষে পড়া
পঙ্গু আহত দেহখানি

স্বাধীনতা কি?
স্বাধীনতা হলো সেই হিজল-তমাল-কেয়া-কামিনি
হাসনাহেনা-বকুল
ফসল ঘ্রাণের সুধা জুড়ায়ে প্রাণ
স্বাধীনতা হলো দোয়েল কোয়েল ডাহুক ডাকা
কোকিলের মিষ্টি সুর
স্বাধীনতা হলো সেই শক্তি
যে শক্তি এনে দেয় একে অপরের প্রতি
আন্তরিকতা ভালোবাসা মমতা বোধ
দেশে সমাজকে সুন্দর ভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি


No comments

Powered by Blogger.