Header top Ads

-মহাব্বত আলী মন্টু এর কবিতা ফুলের স্মৃতি


ফুলের স্মৃতি
-মহাব্বত আলী মন্টু

ভেবেছি খেয়ালে শৈশবে
শায়নের কালে নিশিতে,
থাকলে নিদ্রামগ্ন সকলে
জাগিবে সর্বাগে প্রভাতে।

নিদ ভঙ্গিতে চুপি চুপি ওঠে
ফুল কুড়াবার ছলে,
আখি মুছিতে মুছিতে গিয়াছি
বকুল গাছের তলে ।

নিশি ঝরা ফুল কুড়ায়ে
ভরিয়া রেখেছি ডালা ,
মনে মনে করি আসা
সুতো গাঁথিব মালা।

গেথেছি মালা বসিয়া ঘরে
কোরিয়া দরজা বন্ধ,
মা যদি দেখে ফেলে
শুনিতে হইবে গালমন্দ

রৌদ্র উজ্জল ভরদুপুরে
ছুটেছি মাঠে-ঘাটে,
ক্লান্ত দেহে ঘরে ফিরেছি
মালাটি জড়িয়ে হাতে।

ফুল ভালবাসা, ফুল স্মৃতি
ফুলের হয়না কোন তুল্য,
শৈশব পেরিয়ে কৈশর গেছে
যৌবনে বুঝেছি ফুলের মূল্য।

প্রয়োজন ছিল না যখন
তখন সময় ছিল যে অনেক,
জাগিল আবেগ-অনুভূতি  

তবুও অবসর ছিলনা ক্ষনেক।

No comments

Powered by Blogger.