Header top Ads

কবি মোঃ আব্দুল কাদের এর কবিতা -মন চুরি

মন চুরি
মোঃ আব্দুল কাদের.

পথের ধারে অট্টালিকার
মুক্ত বাতায়নে
 বসেছিল এক ষোড়শি
একা আনমনে
নয়নে কাজল আঁকা
আঁখি দুটি তার,
ঠিক যেন বনলতা
রূপসী বাংলার
ঘন কুন্তলে ঢাকা
কপালে তিলক  আঁকা
গোলাপি বদনখানি
অধরেতে হাসি মাখা
হেঁটে হেঁটে যেতে যেতে
তার দুটি চোখ,
বিধিল আমার চোখে
        হেরি অপলক
 দুষ্টুমি ভরা ছিল
         তার আঁখি দুটি,
সম্বিত  ফিরে এলে
চমকিয়া উঠি
কি জানি কি ঘটেছিল
জানি না তখন
পরে বুঝি  আমাতে আর
নেই এই মন
এই ভাবে মন চুরি
হয়ে গেল মোর,
ভাবিতে ভাবিতে তাই

নিশি হলো ভোর

No comments

Powered by Blogger.