Header top Ads

আমি দেখেছি - নাঈম রেজা


আমি দেখেছি
নাঈম রেজা
০৬/০৪/০৬

ছায়ানট
আমি দেখেছি বহু পহাড়
দন্ডায়মান সুবি¯তৃত পর্বত শৃংঙ্গ
আপন গৌরবে সমউচ্চ ধরনীর পরে’
আমি দেখেছি বহু জনপদ”
লোকে লোকারণ্য ছুটছে হন্নে হয়ে!
প্রয়োজনের তাগিদে অবিরত ।
আমি দেখেছি সাগর মহাসাগর,
প্রলয়ঙ্গারী প্রবল বেগের ঢেউ”
প্রচন্ড গর্জনে ফেঁটে পড়া তরঙ্গ ।
আমি দেখেছি অভাগিনী মায়ের-
অশ্রুশিক্ত জর্জিত মলিন বদন খানা!
দেখেছি ছেলে হারানোর বেদনা-
প্রকম্পিত রোল”হৃদয় ফাঁটা আত্ম চিৎকার!!
আমি দেখেছি দুঃখ আর দুঃখী জন,
ভোগের যাতনায় আধা মৃত মানুষ গুলো-
হুমড়ি খেয়ে পড়েছে পথের প্রান্তরে ।।
আমি দেখেছি তোমাকে খুবই নিকট থেকে-
তোমার নরম কোমল সুটাম দেহ খানা,
দেখেছি হরিণ কালো মায়াবী দৃষ্টি আঁকা ।।

No comments

Powered by Blogger.