Header top Ads

dr.a.p.j.abdul kalam bany

dr.a.p.j.abdul kalam bany
পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে,
কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়ে
গুলো পাখিটাকে খে নেয়।
একটা গাছ থেকে লক্ষাধিক                         
দেশলাই কাঠি তৈরী হয়,                         
কিন্তু লক্ষাধিক গাছ কে                         
পুড়িয়ে দেবার জন্য একাটি দেশলাই কাঠিই যথেষ্ট।
পরিস্থিতি যে কোন সময় পারিবর্তন হতে পারে,
জীবনে কাউকে কষ্ট দিও না।
আজ হয়তো তুমি
শক্তিশালী, কিন্তু একটা কথা
 জেনে রেখো, সময় তোমার
 থেকেও বেশী শক্তিশালী।

No comments

Powered by Blogger.