Header top Ads

আরাকানের শিশু- এস এম সানাউল্লাহ এর কবিতা

আরাকানের শিশু


নাফের তীরে ইয়াতিম আমি
ভীষণ অসহায়,
মা হারালাম বাপ হারালাম
দেখবে কে আমায়?
পেটে আমার ক্ষুধার জ্বালা
খাবার কিছু নাই,
একটু খাবার দাওনারে ভাই
বাঁচতে আমি চাই।
চাই না আমি টাকা-পয়সা
চাই না বাড়ি-ঘর,
একমুঠো ভাত দাওরে শুধু
ভেবো নাকো পর।
আরাকানের শিশুরে তাই
জনম দুঃখী আমি,
কীবা দোষে দোষী আমি
জানেন অন্তর্যামী।
এই দুনিয়ায় যারা মোদের
দিলো নারে ঠাঁই,
তোমার কাছে ওগো প্রভু
ওদের বিচার চাই।

No comments

Powered by Blogger.