Header top Ads

স্বপ্নের বিছানা / নাঈম রেজা


স্বপ্নের বিছানা
নাঈম রেজা
১০/০৯/০৮
রবিবার
রায়পাড়া
সোনালী রোদে স্বপ্নের বিছানা পেতে
মোচন হয়ে গেল সমস্ত দুঃখ ,

আগুন ভরা বিকেলে হাত পেত
চলেগেল জীবনের সমস্ত শুখ!

কাল কুয়াশা ভিজা সকালে
রিং দিয়ে ভেঙ্গে দিলাম তোমার ঘুম
সেই প্রেমের শাখে’ডাকে সকালে
প্রেমের গান,বাক বাকুম-কুম-কুম ।

সারাটা রাত অন্ধকারে হারিয়ে গেল
এই অন্ধ হল সুযোগ,প্রেম কথা বল
সাদা কাশফুলের সাদা হাসি
প্রিয়ার মুখ এত সুন্দর তাই ভালবাসি,

জীবনের ক্ষনে ক্ষনে কতটা ক্ষত
প্রেম ছাড়া হয় বা কে বিক্ষ্যত ?
এই অজর পৃথিবীতে জলকনা আছে যত
আমি ভালবাসি তোমাকে প্রিয়া তত \

নীল আকাশের বাকে দেখা যায় না জলবিন্দু
ভালবাসি ভালবাসি তুমি জীবন বন্ধু,
সোনলী রোদে স্বপ্নের বিছানা পেতে আছি শুধু
কবে সেজে আসবে আমার ঘরের  বধু \

No comments

Powered by Blogger.