Header top Ads

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যশোর-এর শুভ উদ্বোধন

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যশোর-এর শুভ উদ্বোধন

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যশোর-এর শুভ উদ্বোধন

প্রধান অতিথি ঃ জনাব আনিসুল হক, এমপি, মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথিঃ জনাব এ্যাডভোকেট পিযুষ কান্তি ভট্টাচার্য্য, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ।
                 জনাব কাজী নাবিল আহমেদ, এমপি, যশোর-৩, (সদর, যশোর)
                 জনাব শেখ আফিল উদ্দিন, এমপি, যশোর-১, (শার্শা, যশোর)
                 জনাব এ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম, এমপি, যশোর-২, (ঝিকরগাছা-চৌগাছা, যশোর)
                 জনাব রণজিৎ কুমার রায়, এমপি, যশোর-৪, (অভয়নগর-বাঘারপাড়া, যশোর)
                 জনাব স্বপন ভট্টাচার্য্য, এমপি, যশোর-৫, (মনিরামপুর, যশোর)
                 জনাব কামরুল লায়লা জলি, এমপি, সংরক্ষিত মহিলা আসন (যশোর-মাগুরা)
                 জনাব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, মাননীয় সচিব, আইন ও বিচার  বিভাগ, আইন, বিচার ও                                                                                    সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
                 জনাব সাইফুজ্জামান পিকুল, চেয়ারম্যান, জেলা পরিষদ, যশোর
                 জনাব শহিদুল ইসলাম মিলন, সভাপতি, যশোর জেলা আওয়ামীলীগ
                 জনাব শাহীন চাকলাদার, সাধারণ স¤পাদক, যশোর জেলা আওয়ামীলীগ ও উপজেলা চেয়ারম্যান, সদর, যশোর
                 জনাব জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, মেয়র, যশোর পৌরসভা, যশোর
সভাপতিঃ জনাব মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ, যশোর।
তারিখ ঃ ১৫ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ,
                             ৩০ জুলাই ২০১৭ খ্রিঃ, রোজ রবিবার। 
সময় ঃ বেলা ২.৩০ ঘটিকা।  
স্থান ঃ জেলা জজ আদালত প্রাঙ্গণ, যশোর। 
আয়োজনে ঃ গণপূর্ত বিভাগ, যশোর।1 comment:

Powered by Blogger.